ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

এসেছে টুইনমস এর ‘কম্বো গেজেট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এসেছে টুইনমস এর ‘কম্বো গেজেট’

দেশের বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের কম্বো গেজেট। প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস পরিবেশিত এ পণ্যটি একইসাথে কার্ড রিডার এবং ইউএসবি হাব হিসেবে কাজ করে।



এছাড়া এটি “এসডি, এসডিএইচসি, এমএমসি, এমএমসি প্লাস, এমএস, এমএস প্রো, এমএস প্রো ডুয়ো, সিএফ, এম২, মাইক্রো এসডি, মাইক্রো এসডিএইচসি কার্ড” সাপোর্ট করে।

কম্প্যাক্ট ডিজাইনের এই গ্যাজেটের অন্যান্য সুবিধায় রয়েছে বিল্ট ইন ইউএসবি ক্যাবল, ওভার কারেন্ট প্রোটেকশন এবং প্লাগ অ্যান্ড প্লে সুবিধা।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ কম্বো গেজেটের দাম ৩৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad