ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

টেসকই নেটওয়ার্ক বিস্তৃত করতে ইডটকো বাংলাদেশের সঙ্গে এসএসডি-টেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
টেসকই নেটওয়ার্ক বিস্তৃত করতে ইডটকো বাংলাদেশের সঙ্গে এসএসডি-টেক

ঢাকা: মানসম্পন্ন সেবার বিস্তৃতির জন্য ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সিস্টেমস সলিউশনস অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড (এসএসডি-টেক)।
 
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ চুক্তিতে সই করেন ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড্যারিল সিনাপ্পা এবং এসএসডি টেকের হেড অব ফিন্যান্স রায়ান রহমান।


 
চুক্তি অনুসারে এসএসডি-টেক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত তাদের নেটওয়ার্ক আরো বিস্তৃত করতে পারবে।
 
পাঁচ বছরের জন্য এ চুক্তির ফলে দেশব্যাপী বিস্তৃত ইডটকোর উদ্ভাবনী অবকাঠামো সেবার মাধ্যমে এসএসডি-টেক তাদের গ্রাহকদের মানসম্পন্ন সেবা ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সেবা প্রদান করতে সক্ষম হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
এ সময় উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।