ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কিউবির ফ্রি ওয়াই-ফাই ঢাকা ফুডিজে

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
কিউবির ফ্রি ওয়াই-ফাই ঢাকা ফুডিজে

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি এবং ঢাকা ফুডিজের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ঢাকা ফুডিজের বিভিন্ন পার্টনার রেস্তোরাঁয় কিউবির ওয়াই-ফাইয়ের বিশেষ ও সুনির্দিষ্ট ব্যবস্থা থাকবে এবং এসব ওয়াই-ফাই সুবিধা সংবলিত রেস্তোরাঁগুলোকে ঢাকা ফুডিজের ওয়েবসাইট, বিভিন্ন অনুষ্ঠান ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে তুলে ধরা হবে।

পাশাপাশি কিউবিকে ব্র্যান্ডিংয়ের সুবিধা দেবে ঢাকা ফুডিজ।

কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি.এস.ফয়সাল হায়দার বলেন,  ঢাকা ফুডিজের সাথে সৌহার্দ্য-সম্প্রীতির এই একবছর মেয়াদি কর্মসূচিতে থেকে আমরা আনন্দিত। এই চুক্তির আওতায় গ্রাহকদের জন্য আগামীতে দারুণ কিছু ক্যাম্পেইন বা প্রচার কার্যক্রমের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ঢাকা ফুডিজের কো-ফাউন্ডার আফতাব কুরাইশি চুক্তি প্রসঙ্গে বলেন, কিউবির মতো একটি খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড আমাদের ওপর আস্থা রেখে এগিয়ে আসায় আমরা দারুণ কিছু শুরু করতে পারব।

এতে উভয় প্রতিষ্ঠানেরই সেবার মান, পরিধি, ও নেটওয়ার্ক আরো জোরদার হবে।

তথ্য মতে, ঢাকা ফুডিজের রেস্তোরাঁগুলো যেমন একটি একক ইউজার নেম ব্যবহার করতে পারবে তেমনি ভোক্তারাও বিনামূল্যে কিউবির ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।