ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘এডুমেকার ল্যাপটপ মেলা’ বৃহস্পতিবার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
‘এডুমেকার ল্যাপটপ মেলা’ বৃহস্পতিবার শুরু

ঢাকা: প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান এক্সপো মেকারের আয়োজনে এবারও রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৬তম ‘এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া মেলা প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চলবে।



মেলার প্রবেশ ফি রাখা হয়েছে ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। তবে এক্ষেত্রে তাদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা পোশাক পরিহিত থাকতে হবে।   এ ছাড়া প্রতিবন্ধীরাও মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

আয়োজক প্রতিষ্ঠান সূত্র জানায়, এবার ১৬তম বারের মতো মেলা আয়োজন করা হচ্ছে। মেলার টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
দৈনিক কালেরকন্ঠের সহ-সম্পাদক লতিফুল হকের চিকিৎসা তহবিলে জমা দেওয়া হবে।

লিউকোমিয়ায় আক্রান্ত লতিফুল হকের চিকিৎসার জন্যে প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এডুমেকার’ ছাড়াও সহ-পৃষ্ঠপোষকতা দিচ্ছে ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি এবং লেনোভো।

আয়োজকরা জানান, মেলায় সাতটি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন থাকবে। এসব প্যাভিলিয়নের ৪৯টি স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ছাড়াও নানা উপহার সামগ্রীও থাকবে।

মেলা উপলক্ষে ৪টি সেমিনার ও কর্মশালা এবং গেইমিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ২০০৮ থেকে প্রতিবছর এই মেলার আয়োজন করা হচ্ছে।

বিগত বছরগুলোতে মেলায় শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। কলেবর বৃদ্ধির পাশাপাশি এবারের মেলাটি আগের সব মেলা থেকে আরও আকর্ষণীয় হবে বলে মনে করছি।

মেলায় স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন,
ডিএক্স জেনারেশন, মাইক্রো ল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান তিনি।

এদিকে মেলা উপলক্ষে ফেসবুকে মেলার অফিসিয়াল পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগ্রাহীরা https://goo.gl/wdcWjT অথবা https://www.facebook.com/events/1389327154699618/ ঠিকানায় গিয়ে এই কুইজে অংশ নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমএইচপি/এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।