ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সে নিবন্ধনে ছাড় এডুমেকারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
মেলায় প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সে নিবন্ধনে ছাড় এডুমেকারের

বিআইসিসি থেকে: ল্যাপটপ মেলায় প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ছাড় দিচ্ছে প্রযুক্তি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান এডুমেকার। মেলা চলাকালে এডুমেকারের প্যাভিলিয়নে নিবন্ধন করলে ১৬ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন আগ্রহী প্রশিক্ষণ প্রার্থীরা।


 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসসি) বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এডুকেয়ার। এক্সপো মেকারের সহযোগী প্রতিষ্ঠান এডুমেকার।   
 
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-কমার্স স্টার্টআপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও থ্রিডি ডিজাইনের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে এডুমেকার।
 
প্রশিক্ষণের বাইরেও বেশকিছু সুবিধা দিচ্ছে প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে কোর্স শেষে ইন্টার্নশিপের সুবিধা, মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরির সুযোগ, আন্তর্জাতিক মাস্টারকার্ড ও পেওনিয়র কার্ড পেতে সহযোগিতা।
 
এডুমেকারের গ্রাহক ব্যবস্থাপক নাজমুল হাসান জানান, ল্যাপটপ মেলার প্রথম দিনেই অনেক প্রশিক্ষণ প্রার্থী নিবন্ধন করেছেন। মেলার প্রথম দিনে তেমন একটা সাড়া পাইনি। তবে মেলার দ্বিতীয় দিনে বিকেল পর্যন্ত ৭২ জন প্রশিক্ষণ প্রার্থী নিবন্ধন করেছেন।   
 
মেলার শেষ দিনে (শনিবার, ১৪ নভেম্বর)  নিশ্চয়ই আরও অনেক প্রশিক্ষণ প্রার্থী নিবন্ধন করবেন, এমনটি আশা তার।  
 
তিনি জানান, ডিসেম্বর থেকে এডুমেকারের প্রশিক্ষণ কোর্স শুরু হবে। মেলার পরেও এডুমেকারের অফিসে গিয়ে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

বাংলাদেশ সময়:১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমএইচপি/এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।