ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, নভেম্বর ১৮, ২০১৫
গ্রামীণফোন হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ নেহাল আহমেদ

ঢাকা: নেহাল আহমেদ গ্রামীণফোনের নতুন হেড অব কমিউনিকেশনস পদে নিয়োগ পেয়েছেন।

বর্তমানে তিনি গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং পদে কর্মরত রয়েছেন এবং আগামী ০১ ডিসেম্বর থেকে নতুন পদে যোগ দেবেন।



প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নেহাল আহমেদ এ পদে মার্কাস এডাকটুসনের স্থলাভিষিক্ত হবেন। মার্কাস যোগ দেবেন টেলিনর গ্রুপের এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কমিউনিকেশনস পদে।

নেহাল আহমেদ এক বছর আগে গ্রামীণফোনে যোগ দেন। এর আগে তিনি রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস হিসেবে কাজ করেছেন। তার ব্যাকারডি, মার্স ও বিএটির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

নেহাল আহমেদ আগামী ০১ ডিসেম্বর হেড অব কমিউনিকেশনস হিসেবে তার দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের অংশ হবেন।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।