ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক খুলেছে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ফেসবুক খুলেছে!

ঢাকা: শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশে বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফের খুলে দেওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে ব্যবহারকারীরা কম্পিউটার ও মোবাইল ফোন থেকে ফেসবুকসহ বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সংযোগ পাচ্ছেন বলে জানা গেছে।



তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সরকারের তরফে। সরকারি একটি সূত্র জানিয়েছে, ফেসবুকসহ বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

উল্লেখ্য, শীর্ষ দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বাংলাদেশে ফেসবুক, ভাইবারসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৫/আপডেট: ১৩২৬ ঘণ্টা
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।