ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এনআইটিএস সার্ভিস লিমিটেডের সাথে রবি’র কর্পোরেট চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এনআইটিএস সার্ভিস লিমিটেডের সাথে রবি’র কর্পোরেট চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডাটা বান্ডেল প্যাক ও ভয়েস সেবার ক্ষেত্রে বিশেষ কলরেট এবং কল কনফারেন্সিং ও ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটিসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে এনআইটিএস সার্ভিস লিমিটেড মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে।
 
সম্প্রতি রাজধানীর নিটোল সেন্টারে এনআইটিএস সার্ভিস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুসাব্বির আহমেদ এবং রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন বলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



এ সময় নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে আরও ছিলেন এনআইটিএস’র সিইও অরূপ কুমার চাকী, সিএমও আল-মনসুর আকলিম আহমেদ ও ম্যানেজার রাকিব-উল-আলম।
 
এছাড়া রবি’র পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. আদিল হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ মনিরুল ইসলাম ও ম্যানেজার মো. আবুল কালাম আজাদ।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।