ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ জানুয়ারি স্মার্টফোন ও ট্যাব মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
৭ জানুয়ারি স্মার্টফোন ও ট্যাব মেলা

ঢাকা: আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে ৭ জানুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’।

৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।



সোমবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপো মেকার আয়োজিত এই মেলায় সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে।

এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। মেলায় দর্শনার্থীরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।

তিনি আরও জানান, প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে এসটিই কুইজ কনটেস্ট ২০১৬ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে বিজয়ীরা পাবেন স্যামসাং, আসুস জেনফোন-২, এলিট মোবাইল ও হুয়াওয়ের স্মার্টফোন।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে- এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেজ (https://www.facebook.com/STExpo) এ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিআর/আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।