ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ভারতের বাজারে ব্ল্যাকবেরি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ভারতের বাজারে ব্ল্যাকবেরি

ঢাকা: বছরের শুরুতেই ভারতের বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছাড়লো কানাডিয়ান টেলিকমিউনিকেশন ও ওয়্যারলেস ইক্যুপমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। এটিই প্রতিষ্ঠানটির প্রথম স্মার্টফোন।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে ভারতের বাজারে ছাড়া হলেও গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বিক্রি শুরু হয় ‘ব্ল্যাকবেরি প্রাইভ’ নামে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি।

অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ ভার্সনের স্মাটফোনটির পর্দা ৫.৪ ইঞ্চি। ১.৮ কোয়ালকম স্ন্যাপড্রাগন হেক্সাকোর প্রসেসরের সঙ্গে ব্যবহার করা হয়েছে ৩ জিবি ৠাম।

‘ব্ল্যাকবেরি প্রাইভ’র অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৩২ গিগাবাইট হলেও এটি বাড়ানো যাবে ২ টেরাবাইট পর্যন্ত। ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধার হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ১৮ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল।
 
ভারতের বাজারের জন্য হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৯শ’ ৯৯ রুপি (১ রুপি সমান ১.১৫ টাকা)।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।