ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ফেসবুক মেসেঞ্জারে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, জানুয়ারি ৩০, ২০১৬
ফেসবুক মেসেঞ্জারে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল

অবশেষে বাংলাদেশের জন্য ফেসবুক মেসেঞ্জারে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা উন্মুক্ত করলো ফেসবুক কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে মেসেঞ্জার অ্যাপে এই ফিচারটি যুক্ত থাকলেও তা বাংলাদেশের জন্য ডিজেবল ছিল।

নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য দেশগুলোতে এ সুবিধা ছিল না। বর্তমানে বাংলাদেশের ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের প্রায় সব দেশেই ভিডিও কল করার সুবিধা খুলে দিয়েছে ফেসবুক।

প্রায় সব দেশে ভিডিও কলিং সুবিধা যুক্ত করার বিষয়টিকে বড় ধরনের নেটওয়ার্ক বিস্তৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শুরুতে মাত্র ১৮টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছিলো। বর্তমানে ৬০ কোটি মানুষ ফেসবুকের মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।