ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউসি ব্রাউজারের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ইউসি ব্রাউজারের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: বিশ্বের সর্বপ্রথম বাংলা মোবাইল ইন্টারনেট ব্রাউজার উন্মুক্ত করার পর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ব্যবহারকারী সম্মেলন করেছে ইউসি ব্রাউজার।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় দুপুর ২টায়।



সারাদেশ থেকে দু’হাজার নিবন্ধনকারীর মধ্য থেকে সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পান প্রায় ২০০ জন ব্যবহারকারী। ইউসি ব্রাউজারের প্রধান কার্যালয় থেকে আসা ছয়জন ছিলেন এবারের সম্মেলনের প্রধান আকর্ষণ। আয়োজনের সহযোগী ছিলেন ইউসি ব্রাউজার বাংলাদেশ কমিউনিটি প্রধান মীর রাসেল।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ইউসি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে সম্পন্ন হয় এবারের আয়োজন। অনুষ্ঠানে ইউসি ব্রাউজারের পক্ষ থেকে ৩৫ জনকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

অংশগ্রহণের সুযোগ পাওয়া বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিল শৈলী বলেন, এতো সংখ্যক ব্যবহারকারীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরোও এমন অনুষ্ঠান হলে ভালো লাগবে।

গত বছরের আগস্টে ইউসি ব্রাউজারের প্রথম ব্যবহারকারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।