ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১১টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন মেলার উদ্বোধন করেন।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশিরুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

উদ্বোধনেরর আগে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন ধরনের ৩০টি স্টল বসেছে। আগামী ৩ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।