ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের রোল মডেল নারীদের পুরস্কার দিচ্ছে ইয়েলো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
দেশের রোল মডেল নারীদের পুরস্কার দিচ্ছে ইয়েলো

ঢাকা: দেশের নেতৃত্বস্থানীয় পেশাজীবী নারীদের সম্মানে দ্বিতীয়বারের মতো পুরস্কার প্রদানের আয়োজন করেছে ইয়েলো।

৮ মার্চ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘ইয়েলো প্রেজেন্টস ইন্স্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের সম্মাননা দেবে।

এতে বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিদেশি দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

পেশাদারি জগতের বিভিন্ন খাতে নারীরা যাতে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে পারেন সেই লক্ষ্যেই এই পুরস্কার প্রদানের উদ্যোগ।

এবার মোট ১৭টি ক্যাটাগরিতে “ইয়েলো ইন্স্পাইরিং উইমেন ফর লাইফটাইম এচিভমেন্ট, ইয়েলো ইন্স্পাইরিং ফিমেল অন্ট্রপ্রেনিউর, ইন্স্পাইরিং রিজিওনাল লিডার, ইন্স্পাইরিং উইমেন ইন আর্মি, ইন্স্পাইরিং ফিমেল পারফরমার (ড্যান্স বা নৃত্য), ইন্স্পাইরিং মেল, ইন্স্পাইরিং উইমেন ইন স্পোর্টস, ইয়েলো ইন্স্পাইরিং ফিমেল ডিপ্লোমেট, ইন্স্পাইরিং ফিমেল জার্নালিস্ট, ইন্স্পাইরিং উইমেন অ্যাগেইন্স্ট দ্য অডস, ইন্স্পাইরিং ফিমেল ইন সিনেমা, ইয়েলো ইন্স্পাইরিং উইমেন অব দ্য নেশন, ইয়েলো মোস্ট ডায়নামিক উইমেন অব দ্য ইয়ার, ইন্স্পাইরিং ফিমেল স্টার্টআপ, লিডারস অব টুমরো, মোস্ট ফিমেল-ফ্রেন্ডলি অর্গনাজেশন ও ইন্স্পাইরিং ফিমেল প্রফেশনাল” পুরস্কার দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ‘ইন্স্পাইরিং উইমেন লিডারশীপ’ নামক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১৫ সালে প্রথমবার এই পুরস্কার দেয়া হয়। এর আগে ২০১৪ সালে পেশাদারি জগতের নেতৃত্বে নারীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সম্ভাবনাময় প্রধান বিষয়গুলো চিহ্নিতকরণ ও অনুপ্রেরণা দিতে প্রথম পর্যায়ের উইমেন লিডারশিপ সামিটের আয়োজন করা হয়।

ইতিমধ্যে রোল মডেল হয়ে ওঠা নারীদের কর্মের যথাযথ স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করার বিষয়টি সম্মেলনটিতে সবচেয়ে গুরুত্ব পায়। সে অনুযায়ী সমাজের কাছে এমন সব নারীদের অনুপ্রেরণার উৎস করে তুলতে পুরস্কার প্রদানের উদ্যোগটি নেয়া হয়।

ইয়েলো আয়োজিত এ বছরের পুরস্কার কার্যক্রমে সহায়তা করছে লা মেরিডিয়ান ঢাকা। সহযোগিতায় আরো রয়েছে এফআইসিসিআই ও এমসিসিআই।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।