ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রিল্যান্সিংয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ফ্রিল্যান্সিংয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উৎসাহ দিতে  সম্প্রতি বিডিং (Bidding) নামের একটি প্রতিযোগিতার আয়োজন করে ডেনমার্ক ভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট।

প্রতিষ্ঠানে প্রশিক্ষনরত বর্তমান শিক্ষার্থীর পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশ নেয়।

অংশগ্রহনকারীদের মধ্যে কড়াইল বস্তিতে বসবাসরত অনেক শিক্ষার্থীও ছিল।

কোডারট্রাস্টের দাবি, বিডিং প্রতিযোগিতার মাধ্যমে ১২ হাজার ডলারের কাজ পেয়েছেন দেশের ফ্রিল্যান্সারা। এর মধ্যে কড়াইল বস্তির অনেক ফ্রিল্যান্সার রয়েছে।

সুত্র মতে, বিডিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া এসেছে।   প্রায় ৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন যাদের প্রত্যেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে প্রতিনিয়ত কাজের জন্য আবেদন করে কাজ পাচ্ছেন।
 
কোডারসট্রাস্টের প্রতিষ্ঠাতা ফার্দিনান্দ এ ব্যাপারে বলেন, প্রতিযোগিতার শুরু থেকেই বনানীর কড়াইল বস্তির ছাত্রছাত্রীরা তাদের দক্ষতার প্রমাণ দিয়ে সবাইকে অবাক করেছে। কোনো রকম আর্থিক ও পারিবারিক প্রতিবন্ধকতা তাদের আটকাতে পারেনি। তিনি জানান, কোডারসট্রাস্ট থেকে প্রশিক্ষণ নিয়ে প্রথম মাস শেষে প্রায় ২০০ টি প্রকল্প সম্পূর্ণ করেছে এবং মোট দুই হাজার ৬৩০টি প্রকল্পের জন্য তারা আবেদন করেছে।
 
ফ্রিল্যান্সিং শিক্ষার্থীদের সুবিধায় কোডারসট্রাস্ট এর অনলাইন সাপোর্ট প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকে।   যেকোনো সময় যেকোনো সমস্যা নিয়ে শিক্ষার্থীরা এখানে প্রশ্ন করতে পারেন। এছাড়া  উন্নতমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বনানীতে তাদের কার্যক্রম বড় পরিসরে শুরু করেছে।

কোডারসট্রাস্ট বাংলাদেশের নতুন ঠিকানা : রোড নং- ১৯ /এ, বাড়ি-৮২, সেকশন-ই, বনানী, ঢাকা - ১২১৩।
 
উল্লেখ্য, কোডারসট্রাস্ট  গত এক বছরে দেশে বেশ কয়েকটি প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে। কোডিং’এ শিক্ষার্থীদের  দক্ষ করে তুলতে প্রতিষ্ঠানটি দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।