ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘পিপলএনটেক’ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের পৃষ্ঠপোষক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
‘পিপলএনটেক’ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের পৃষ্ঠপোষক

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’। অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে এবারের এই আয়োজনে যুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান পিপলএনটেক।



বাংলাদেশে প্রতিযোগিতাটির আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে সম্প্রতি পিপলএনটেক’র এ বিষয়ে সমঝোতা চুক্তি হয়।

বেসিস সভাকক্ষে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক আরিফুল হাসান অপু এবং পিপলএনটেক’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় উপস্থিত ছিলেন বেসিসের যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, সচিব হাশিম আহম্মাদ, পিপলএনটেক’র উপদেষ্টা প্রফেসর সাজ্জাদ হোসেন, পরিচালক ইউনুস খান প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বের ১৭০টি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।