ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ডাচ আইটি কোম্পানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ডাচ আইটি কোম্পানি

ঢাকা: তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বাংলাদেশের সুযোগ-সুবিধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশের আইটি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিভিত্তিক কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ডাচ আইটি কোম্পানিগুলো।

বৃহস্পতিবার (২৪ মার্চ) নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) দেশটির রাজধানী অ্যামস্টারডামে আয়োজিত এক সেমিনারে তারা এই আগ্রহের কথা জানান।

উন্নয়নশীল বিভিন্ন দেশ থেকে আমদানি বাড়াতে ডাচ সরকারি প্রতিষ্ঠান সিবিআই, আইটি বিষয়ক প্রতিষ্ঠান জিপিআই কনসালটেন্সি (GPI Consultancy), ফার্স্ট লাইফ. নেট (Firstlife.net) এবং আইকানেক্ট টেক (iconnect-tech) সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ব্রেইন স্টেশন-২৩, নাসসেনিয়া লিমিটেড এবং ইমপালস (বাংলাদেশ) লিমিটেড নামে বাংলাদেশের চারটি কোম্পানি অংশ নেয়। কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা তাদের বক্তব্যে আইটি খাতে বাংলাদেশের সামর্থ্য, সম্ভাবনা, আউটসোর্সিং সুবিধা ইত্যাদি বিষয় তুলে ধরেন। যা ডাচ ব্যবসায়ীদের পারস্পরিক সমৃদ্ধি নীতিতে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ সৃষ্টি হয়।

নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল সেমিনারে উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের রূপকল্প তুলে ধরার পাশাপাশি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্রও তুলে ধরেন।

আইটি খাতে সরকারের প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং চীন ও ভারতের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান তুলে ধরে ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।