ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বগুড়ায় আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠানের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
বগুড়ায় আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠানের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের গালাপট্টি আভা প্লাজায় আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘এনফোর্স’র উদ্বোধন হয়েছে।

 

 
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালক রুহুল আমিন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।


 
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোজাম্মেল হক, মোফাজ্জল, বিটিসিএল বগুড়ার শবনম সাবিনা, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী, রওশন জামান মিঠু, শফিকুল ইসলাম নয়ন, সিরাজুল ইসলাম, মনির হোসেন পিপুল, কল্লোল লোহানী, আতিকুল ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
 
প্রসঙ্গত, সকল আইসিটি সেবা অনলাইন ও অফলাইনে বাসায় গিয়ে মার্কেট মূল্যে সেবা দেবে এনফোর্স।
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।