ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটি’তে এক বছরে চার সহস্রাধিক দক্ষ প্রফেশনাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
আইটি’তে এক বছরে চার সহস্রাধিক দক্ষ প্রফেশনাল

স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রশিক্ষণের মাধ্যমে এক বছরে ৪ হাজারে বেশি জনকে প্রশিক্ষিত করেছে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। গত বছরের ২৯ মার্চ এসইআইপি’র কার্যক্রম শুরু করে বিআইটিএম।

এই এক বছরে তথ্যপ্রযুক্তিতে ১২টি ও সাধারণ ক্যাটাগরিতে ২টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যে ১৪১টি ব্যাচে মোট ৪ হাজার ২৩০ জনকে প্রশিক্ষণ দিয়েছে বিআইটিএম।

বেসিস সভাপতি শামীম আহসান মনে করেন, দক্ষ মানবসম্পদ ছাড়া দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত অসম্ভব। উন্নত দেশে দক্ষ মানবসম্পদই মূল চালিকাশক্তি। ব্যক্তিগত জীবনেও যেমন দক্ষতা প্রয়োজন, তেমনই দেশের উন্নয়নেও দরকার দক্ষ মানবসম্পদ।

তিনি জানান, ২০১৮ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ দক্ষ জনশক্তি তৈরির অংশ হিসেবে এসইআইপি প্রকল্প বাস্তবায়ন করছে বিআইটিএম। প্রকল্পটির কার্যক্রম শেষ হলে তথ্যপ্রযুক্তি খাত প্রয়োজনীয় লোকবল পাবে ও প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ হবে। সেইসাথে ত্বরান্তিত হবে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির যাত্রা।

এ বিষয়ে বেসিসের কোষাধ্যক্ষ ও বিআইটিএমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহ ইমরাউল কায়ীশ বলেন, এসইআইপি প্রকল্পের মাধ্যমে সারাদেশের আইটি এবং সফটওয়্যার কেম্পানিগুলোতে দক্ষ মানবসম্পদের যে অভাব রয়েছে তা পূরণ করতে কাজ করছে বেসিস। এই লক্ষ্যে চলতি বছরেই দেশের অন্যান্য বিভাগগুলোতেও বিআইটিএমের কার্যক্রম চালু করা হবে।

প্রশিক্ষণে আগ্রহীরা বিআইটিএমের ওয়েবসাইটে (www.bitm.org.bd/seip) গিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর যথাযথ মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত নির্বাচিতরা প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, প্রশিক্ষণটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-এর অধীনে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।