ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রোগ্রামিংয়ে মেয়েদের এগিয়ে আসতে হবে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
প্রোগ্রামিংয়ে মেয়েদের এগিয়ে আসতে হবে

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার রাজশাহী আঞ্চলিক পর্বে অংশ নিতে শনিবার (০২ এপ্রিল) এসেছিল স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত এই প্রতিযোগিতার উৎসব ক্ষুদে প্রোগ্রামারদের পদচারণায় মুখর হয়ে উঠে।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ’র সভাপতিত্বে রাজশাহী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে বর্তমানে বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তথ্যপ্রযুক্তি খাতে বিশেষকরে প্রোগ্রামিংয়েও নারীদের ভালো করার সুযোগ রয়েছে। তাই নারীদের প্রোগ্রামিংয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রবির মার্কেট অপারেশন বিভাগের রিজিওনাল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিডিওএসএনের ভাইস-প্রেসিডেন্ট লাফিফা জামালসহ অনেকে।

ধারাবাহিক নিয়মে প্রতিযোগিতা সকাল ৮টা থেকে চলে দুপুর ২টা পর্যন্ত। প্রায় এক হাজার শিক্ষার্থী এত অংশগ্রহন করে। সমপনী অনুষ্ঠানে প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে ১৪ জন এবং কুইজে তিন ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

আঞ্চলিক পর্বের পাশাপাশি সারাদেশে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম। নির্ধারতি মোট এক হাজার হাইস্কুলের মধ্যে ইতিমধ্যে প্রায় ৮৫০টি স্কুলে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্টিভিশন।

দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য গত বছর থেকে এই আয়োজন শুরু করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।

আগামী ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আইসিটি বিভাগের এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল এবং পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।