ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যাগপ্যাকার্সে বৈশাখী অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
ব্যাগপ্যাকার্সে বৈশাখী অফার

আর কয়েকদিন পরই বাঙালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ মুহূর্তে সংস্কৃতিমনা বাঙালীরা ঘটা করে বৈশাখের মজা উপভোগ করতে প্রস্ত্ততি নিচ্ছেন।

একইসাথে বিভিন্ন পণ্য বিপণন প্রতিষ্ঠানগুলোও সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি তাদের হাতে তুলে দিতে আকর্ষনীয় অফার দিতে শুরু করছে।

ব্যাগ বিপণনকারী প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com) প্রতিবারের মতো বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে মূল্যছাড় ঘোষণা করেছে। রাজধানীর জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা থেকে ১৪ শতাংশ ছাড়ে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ব্যাগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাগপ্যাকার্সের কর্ণধার রিয়াজ আহমেদ বাবু বলেন, বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করতে এই আয়োজন। আমরা নির্দিষ্ট মডেলের ব্যাগে ১৪ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছি। পহেলা এপ্রিল থেকে অফারটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

তিনি জানান, লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগের নতুন নতুন সমাহারে বৈশাখী আমেজে সাজানো হয়েছে ব্যাগপ্যাকার্স।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।