ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিলেটে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
সিলেটে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিভাগীয় নগরী সিলেটে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা সম্পন্ন হয়েছে।

 

রোববার (০৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এনএম জিয়াউল আলম।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান।

সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক মাহমুদ প্রমুখ।

দু’দিনব্যাপী মেলার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) ও সিলেট বিভাগীয় প্রশাসন।

বাংলাদেশ সময়:২১০৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।