ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রায়ানস আইটি, সিস ইন্টারন্যাশনালে অ্যাসরক মাদারবোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২, ২০১৬
রায়ানস আইটি, সিস ইন্টারন্যাশনালে অ্যাসরক মাদারবোর্ড অ্যাসরক মাদারবোর্ড

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার মার্কেটে পাওয়া যাচ্ছে অ্যাসরক মাদারবোর্ড। কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ পরিবেশিত মাদারবোর্ডগুলো রায়ানস আইটি ও সিস ইন্টারন্যাশনালের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে “এইচ৯১এম-এস১ প্লাস, এইস১১০এম-ডিভিএস/ডি৩, বি১৫০এম-এইচডিভি/ডি৩, জেড১৭০ এক্সট্রিম৪, ফ্যাটালিটি জেড১৭০ গেমিং কে৬, এইচ১১০এম-এইচডিভি এবংফ্যাটালিটি বি১৫০ গেমিং কে৪/ডি৩।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ০২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।