ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শান্ত মারিয়ামের প্রাক্তন শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ মিলন মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ৩, ২০১৬
শান্ত মারিয়ামের প্রাক্তন শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ মিলন মেলা

ঢাকা: জাঁকজমকপূর্ণ মিলন মেলায় শেষ হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থীদের ক্লাব SMUCIANS CLUB এর নতুন করে পথচলা। প্রায় সাতশ’ শিক্ষার্থীর অংশগ্রহণে গত ১ মে (রোববার) শেষ হয় এ মিলনমেলা।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ মিলন মেলায় দেশি-বিদেশি ব্র্যান্ডের ডিজাইনার, কর্মকর্তা, মিডিয়ায় কর্মরত শান্ত মারিয়ামের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান, ভিসি, রেজিস্টার ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্লাবের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন ডিজাইনার সেজান লিংকন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।