ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইইউবি’তে জাতীয় মোবাইল কনফারেন্স ‘মোবিকন’

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ৪, ২০১৬
আইইউবি’তে জাতীয় মোবাইল কনফারেন্স ‘মোবিকন’

রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় মোবাইল কনফারেন্স ‘মোবিকন’। গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) আয়োজিত এই কনফারেন্সে মোবাইলের পুরো ইকো-সিস্টেম তুলে ধরার পাশাপাশি মোবাইল ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।

দিনব্যাপী মোবিকন কনফারেন্সে ২০টি মোবাইল অ্যাপ বা সার্ভিস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব উদ্ভাবনমূলক প্রযুক্তি পণ্য, সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য থাকছে ফ্রি ইউএক্স রিভিউ, ইনভেস্টর মিটিং সহ নানা আয়োজন। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে গুগলের পক্ষ থেকে উপহার।

এছাড়া মোবাইল ডিজাইন, টেলিকম, অ্যাপ ডেভলপমেন্টে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্যও আছে বিশেষ আয়োজন।

মোবিকন কনফারেন্সের সহযোগি প্রেনিউর ল্যাব, ভেন্যু হোস্ট ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি, মিডিয়া পৃষ্ঠপোষক টেকশহরডটকম এবং রেডিও পার্টনার রেডিও স্বাধীন।

সম্মেলনে সকাল ১০টা থেকে মোবাইল প্রোগ্রামিং নিয়ে থাকছে কর্মশালা। এতে ২০০ জন অংশগ্রহনের সুযোগ পাবেন। দুপুর ৩টায় শুরু হবে টেকটক সেশন, এতে দেশের সেরা মোবাইল ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেসিস সভাপতি শামীম আহসান। এই সেশনে আরও থাকছেন কান্ট্রি মার্কেটিং কনসাল্টেন্ট (গুগল) হাসমী রাফসানজানী, গ্রামীণফোনের হেড অফ ইন্টারনেট অফ থিংগস রাভিন্দার পারশের, রবি একজিয়াটা লিমিটেডের হেড অফ ডিজিটাল সার্ভিসেস মানজার রাহমান সহ আরও অনেকে।

আর সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী সকাল ১০টা থেকে চলবে সন্ধ্যা ৫টা পর্যন্ত।

গুগল ডেভেলপার গ্রুপের কমিউনিটির উপদেষ্টা ও প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী বলেন, দেশে মোবাইল প্রযুক্তির উদ্ভাবনে কাজ করতে এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর মধ্য দিয়ে মোবাইলের জন্য নতুন নতুন প্রযুক্তিরও উদ্ভাবন হবে।

কনফারেন্সের কর্মশালা ও টেকটকে অংশ নিতে নিবন্ধন করতে হবে এই ঠিকানায় www.mobicon.xyz

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ০৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।