ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পণ্য ও ছাড় নিয়ে ঢাকায় বসছে ল্যাপটপ মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মে ৯, ২০১৬
নতুন পণ্য ও ছাড় নিয়ে ঢাকায় বসছে ল্যাপটপ মেলা ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। আগামী ১৩-১৫ মে পর্যন্ত এ‍ মেলায় দেশি-বিদেশি শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সবশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের ১৭তম আয়োজনে এসার, আসুস, ডেল, এইচপি, লাভা, লেনোভা, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, একট্রি, লজিটেক, ডিলিংক, আইলন, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এডাটা, পান্ডা ব্র্যান্ড অংশ নেবে।

সোমবার (০৯ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, মেলায় বিশেষ ছাড়ের পাশাপাশি নতুন নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।

মেলায় একটি মেগা প্যাভিলিয়ন ছাড়াও ৪টি প্যাভিলিয়ন, ৭টি মিনি প্যাভিলিয়নসহ ও ৪৭টি স্টল থাকবে। প্রদর্শনীতে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেট পাওয়া যাবে বলে জানান নাহিদ।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীদের জন্যও রয়েছে এ সুবিধা।

মেলার অফিসিয়াল ফেসবুক পেজে (facebook.com/laptopfair.bd) কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন জেতার সুযোগ রয়েছে। এ পেজে মেলার সবশেষ তথ্য পাওয়া যাবে।

মেলার সহ-পৃষ্ঠপোষক ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল ও এইচপি। স্মার্টফোন পার্টনার হিসেবে রয়েছে লাভা এবং অন্যান্য পার্টনার হিসেবে আছে পান্ডা সিকিউরিটি, পিপলস রেডিও, ইডুমেকার, টেকশহর।

আসুসের ডিস্ট্রিবিউটর ও গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, এসআর’র কান্ট্রি ম্যানেজার সাকিব হাসান, ডেলের মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা, এইচপি রিটেইল অ্যাকাউন্ট ম্যানেজার সালাউদ্দিন মো. আদেল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এসব মেলার মাধ্যমে নতুন নতুন পণ্যের সঙ্গে পরিচিতি হওয়া ছাড়াও মূল্য ছাড়ে পণ্য কিনতে পারেন। এজন্য ঢাকার বাইরেও এমন আয়োজনের দাবি সহ-পৃষ্ঠপোষকদের।

ডেলের এক বছর ওয়ারেন্টির প্রত্যেক ল্যাপটপে গ্রাহকরা একটি করে স্মার্টফোন পাবেন। আর এইচপি ল্যাপটপ কিনলে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ থাকবে।

অন্যান্য প্রতিষ্ঠানের পণ্যে এক থেকে দেড় হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।