ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘ওরাকল ডে’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ৯, ২০১৬
বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘ওরাকল ডে’

গ্রাহক এবং অংশীদারদের নিয়ে ঢাকায় ‘ওরাকল ডে’ উদযাপন করলো ওরাকল। ওরাকলের সাউথইস্ট এশিয়ার শীর্ষ কর্মকর্তা, ওরাকলের বাংলাদেশি অংশীদার এবং গ্রাহকরা এতে উপস্থিত ছিলেন।

ওরাকল ডে’তে আগত অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিতদের সামনে ডিজিটাল প্রক্রিয়াকরণে ওরাকল ক্লাউড, বিগ ডাটা, ডাটা ওয়্যারহাউজিং সেবার দক্ষতার দিকগুলো অবগত করেন। পাশাপাশি সেবা গ্রহীতারা তাদের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরেন।

সেশন আলোচনায় ওরাকলের ক্লাউড সল্যুশন সেবার ব্যাপক প্রসার হওয়ার কথা উল্লেখ করেন বক্তারা। এছাড়া ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে উন্নত এই প্রযুক্তি সিস্টেম ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো তাদের বড় বড় কাজগুলো কিভাবে সহজেই সম্পন্ন করছে তাও বলেন।

ওরাকল সাউথ এশিয়ান গ্রোথ ইকনোমিক্স-ওয়েস্ট এবং ওরাকল পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক আহসান জাভেদ বক্তব্যে বলেন, ওরাকলের নতুন সেবাগুলো সবচেয়ে নমনীয়, পরিক্ষীত ও নিরাপদ ক্লাউড অবকাঠামো ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের উদ্ভাবনী ও সহজলভ্য ক্লাউড সেবা দিতে পারবে।

ওরাকলের ভাইস প্রেসিডেন্ট (টেকনোলজি বিজনেস ইউনিট, এএসইএএন ওরাকল) প্রাভিন ঠাকুর বলেন, বাংলাদেশ ওরাকলের ক্লাউড সল্যুশনের একটি গুরুত্বপূর্ণ বাজার। এদেশে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রবণতাও অনেক বৃদ্ধি পেয়েছে। সম্প্রসারিত ক্লাউড সেবার আওতায় আমরা বাংলাদেশের কোম্পানিগুলোকে পিএএএস, এসএএএস বা আইএএএস সল্যুশন থেকে পছন্দের সেবা গ্রহণের সুযোগ রেখেছি। যার মাধ্যমে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে পারবে।

ওরাকলের এএসইএএন অঞ্চলের হেড অব সল্যুশনস কনসালটিং রাঘু প্রাসাদ বলেন, বাংলাদেশে ইন্ডাস্ট্রির প্রয়োজন ভেদে বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান যেমন-আর্থিক সেবা, টেলিকম, উৎপাদন, পেশাগত সেবা, পাবলিক সেক্টর বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযোগী পৃথক সব সুনির্দিষ্ট ক্লাউডভিত্তিক সেবা প্রদানের সক্ষমতা রয়েছে ওরাকলের।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ওরাকল ক্লাউড ব্যবহারকারীর সংখ্যা ৭০ মিলিয়নেরও বেশি। প্রতিদিন প্রায় ৩৪ বিলিয়নের বেশি ট্রানজেকশন হয়। সারাবিশ্বে ১৯টি ডাটা সেন্টার পরিচালনা করে ওরাকল।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ০৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।