ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বিডিওএসএন’র উদ্যোগে শুরু হয়েছে কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
বিডিওএসএন’র উদ্যোগে শুরু হয়েছে কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিশেষকরে প্রোগ্রামিং ও এ বিষয়ক কাজে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্য আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর কুমিল্লায় মেয়েদের জন্য প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিশেষকরে প্রোগ্রামিং ও এ বিষয়ক কাজে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্য আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর কুমিল্লায় মেয়েদের জন্য প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

কুমিল্লা ক্যান্টনমেন্টের বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

সংশ্লিষ্ট সুত্র মতে, ক্যাম্পে অংশগ্রহণকারীরা প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, এলগরিদম সহ  এর অন্যান্য সব বিষয়ে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবে।      

এই ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

আগ্রহীদের  https://goo.gl/forms/w8Jt51oKmoniVKTw2 এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।