ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিভিটেকের নতুন প্রজেক্টর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ভিভিটেকের নতুন প্রজেক্টর

তাইওয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ভিভিটেকের হাইয়ার লুমেন্স প্রজেক্টর ‘ডিএক্স ৯৭৭ডব্লিউটি’ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড।
 

তাইওয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ভিভিটেকের হাইয়ার লুমেন্স প্রজেক্টর ‘ডিএক্স ৯৭৭ডব্লিউটি’ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড।

আধুনিক মানের এই প্রজেক্টরে অন্তর্ভূক্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৬০০০ আন্সি লুমেন্স, ডিএলপি ডার্ক চিপ এবং ডব্লিউইউএক্সজিএ (১৯২০ বাই ১২০০ রেজ্যুলেশন), ফুল এইচডি ও থ্রিডি প্রযুক্তি সহ সম্পূর্ণ উপযুক্ত ল্যাম্প লাইফ।

এছাড়া নেটওয়ার্ক মনিটরিং এবং ম্যানেজমেন্ট সল্যুশনের জন্য রয়েছে ব্রিসটন রুমভিউ, এক্সট্রন, এএমএক্স এসএসডিপি এবং টেলনেট ও ৮টি প্রি সেট ডিসপ্লে সিনেরিও মোড।

২ বছরের বিক্রয়োত্তর সেবা সহ প্রজেক্টরটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার টাকা।  
গ্লোবাল ব্র্যান্ডের যে কোনো শাখা অথবা নির্ধারিত ডিলার হাউজে পাওয়া যাচ্ছে ডিভাইসটি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।