ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

শুরু হয়েছে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
শুরু হয়েছে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো’

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) থেকে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (আইডিইটি) সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬’।
 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) থেকে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (আইডিইটি) সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬’।

এক্সপো’তে বিশ্বখ্যাত আসুস, লেনোভো ও ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু, এডাটা, এফোরটেক ও টোটোলিংক ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে অংশগ্রহন করেছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

তিন দিনব্যাপী এই মেলায় আসুস, লেনোভো ও ডেলের পক্ষ থেকে প্রতিটি ল্যাপটপে রয়েছে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়।

এছাড়াও প্রতিটি আসুস ও লেনোভো ল্যাপটপের সাথে রয়েছে একটি মাউস ফ্রি এবং ডেলের আই৩ ল্যাপটপের সাথে টি-শার্ট, আই৫ ল্যাপটপের সাথে রয়েছে ওয়্যারলেস মাউস ফ্রি।

মেলায় পেনড্রাইভের ক্রেতারা এডাটা পেনড্রাইভ কিনলে পাবেন এডাটা মগ ফ্রি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসজেডএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।