ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রেস্ট অব সাউথ এশিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলো ম্যাগনিটো ডিজিটাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
রেস্ট অব সাউথ এশিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলো ম্যাগনিটো ডিজিটাল

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল দ্বিতীয়বারের মতো ‘ক্যাম্পেইন সাউথ এশিয়া-ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার ২০১৬’ এর ‘রেস্ট অব সাউথ এশিয়া’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল দ্বিতীয়বারের মতো ‘ক্যাম্পেইন সাউথ এশিয়া-ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার ২০১৬’ এর ‘রেস্ট অব সাউথ এশিয়া’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে।

ভারতের মুম্বাইয়ে আইটিসি গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে সম্প্রতি ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

গত বছর একই ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।

সুত্র মতে, এই বছরের বিজয়ীদের মধ্যে তারাই একমাত্র ইনডিপেন্ডেন্ট ও নন-অ্যাফিলিয়েটেড এজেন্সি, যা বাংলাদেশের জন্যও একটি বিশাল প্রাপ্তি।

ম্যাগনিটো ডিজিটাল-এর সিওও ভিকি খাওয়ার আহমেদ প্রতিষ্ঠানের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

ম্যাগনিটো ডিজিটাল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নামকরা কিছু দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে, যার মধ্যে গ্রামীণফোন, টেলিনর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম অন্যতম।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে বিজ্ঞাপন শিল্পে ‘এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ বিশ্বের অন্যতম সেরা সম্মানজনক পুরস্কার। এই অ্যাওয়ার্ডটি কেবল সফল ক্যাম্পেইন দিয়েই মূল্যায়িত হয় না, বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটি এজেন্সিকে দেখা হয়ে থাকে। যার মধ্যে রয়েছে সুউন্নত ব্যবস্থাপনা, নেতৃত্ব, কর্মপদ্ধতি, টিম গঠন, গ্রাহক অর্জন, প্রবৃদ্ধি, শিল্পোদ্যোগ, অসাধারণ ব্যবসায়িক পারদর্শিতা ও সমগ্র অঞ্চলের বিজ্ঞাপন ও যোগাযোগ শিল্পে সার্বিক অর্জন।

এই পুরস্কারের ফলাফল প্রাইসওয়াটারহাউজকুপার্স (পিডব্লিউসি) যাচাই করে থাকে এবং এটিই একমাত্র স্থানীয় ও আঞ্চলিক পুরস্কার, যা একটি এজেন্সিকে তাদের সামগ্রিক কার্যক্রম বিবেচনায় সম্মাননা দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।