ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুলভ মূল্যে নিরাপত্তা সেবায় দেশে সিপি-প্লাসের নতুন পণ্য

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সুলভ মূল্যে নিরাপত্তা সেবায় দেশে সিপি-প্লাসের নতুন পণ্য

সুলভ মূল্যে নিরাপত্তা সেবা দিতে সিপি-প্লাসের নতুন পণ্য বাজারে আনছে প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
 

সুলভ মূল্যে নিরাপত্তা সেবা দিতে সিপি-প্লাসের নতুন পণ্য বাজারে আনছে প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।

সোমবার (০৪ ডিসেম্বর )  ধানমন্ডির একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জার্মানির বিশ্বখ্যাত ‘সিকিউরিটি  অ্যান্ড সারভিলিয়্যান্স’ ব্র্যান্ডের পণ্যটি বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ডের এমডি রফিকুল আনোয়ার।   এরপর সিপি প্লাসের মার্কেটিং ম্যানেজার আকশয় আরোরা ও গ্লোবাল ব্র্যান্ডের সিপি-প্লাস পণ্যের প্রডাক্ট ম্যানেজার আবু সালেহ মুহাম্মদ জুবায়ের  সিপি প্লাস পণ্যের গুনাগুণ এবং ব্যবহার সম্পর্কে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টশন দেন।

অনুষ্ঠানে সিপি প্লাসের কান্ট্রি ম্যানেজার ইয়াসিন আরাফাত বলেন, সিপি প্লাসের লক্ষ্য উন্নত আরঅ্যান্ডডি’র মাধ্যমে ভোক্তাদের সর্বাধুনিক প্রযুক্তিগুলোকে সর্বোৎকৃষ্ট দামে পৌছে দেয়া। আমরা আশা রাখি স্বল্প দামে আমাদের এসব সেবা নিয়ে ভোক্তারা উপকৃত হবেন।       

গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান মি. আব্দুল ফাত্তাহ বলেন, আজ আমাদের সকল ক্ষেত্রে নিরাপত্তা জরুরী হয়ে দাঁড়িয়েছে । সিপি-প্লাস তাদের পণ্যের মাধ্যমে সেই নিরাপত্তা সেবা দিতে সক্ষম হবে বলে আশা করছি। তাদের পণ্যের গুণগতমান অত্যন্ত ভালো।

আর গ্লোবাল ব্র্যান্ড পণ্যের গুণগত মান দেখে তারপরই বাজারে নিয়ে আসে। সুতরাং ক্রেতারা আমাদের থেকে পণ্য নিয়ে নিশ্চিত থাকতে পারবেন।
অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর এবং বিপণন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিপি প্লাস দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বিশ্বে ২০টি দেশে নিরাপত্তা প্রযুক্তি এবং পণ্যগুলোর মাধ্যমে লাখ লাখ স্থানে সেবা দিয়ে যাচ্ছে তারা।
যার মধ্যে রয়েছে সেনাবাহীনি,সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থাপনা,যানবাহন,হোটেল, হাসপাতাল,শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্থান।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমআইটি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।