ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন ডোমেইনে ট্যুর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
নতুন ডোমেইনে ট্যুর

দেশের জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্যুর ডটকম ডটবিডিতে যুক্ত হয়েছে নতুন ডোমেইন।

দেশের জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্যুর ডটকম ডটবিডিতে যুক্ত হয়েছে নতুন ডোমেইন। ইন্টারন্যাশনাল এই ডোমেইন ‘বিডি ডট ট্যুরস’ (bd.tours)  লিখেও এখন থেকে ‘ট্যুর ডটকম ডটবিডি’তে (tour.com.bd) প্রবেশ করা যাবে।

ভ্রমণপ্রেমীদের জন্য নানা ধরনের সেবা আরো নিশ্চিত করতেই ট্যুর ডটকম ডটবিডি’র নতুন এই প্রয়াস।

খুব সহজেই যেন গ্রাহকরা ট্যুর ডটকম ডটবিডি ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো তথ্য ও ভ্রমণ প্যাকেজের খবর সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ট্যুর টিম।

প্রতিষ্ঠানের সিইও লায়ন মোহাম্মদ ইমরান বলেন, নতুন যে ডোমেইন যুক্ত করা হয়েছে সেটি ইন্টারন্যাশনাল ডোমেইন। তাই বাংলাদেশে ট্রাভেল এজেন্সি হিসেবে শীর্ষে থাকা ট্যুর ডটকম ডটবিডি’র স্বপ্ন আরো দীর্ঘ হয়েছে। এখন আমরা স্বপ্ন দেখি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ‘ট্যুর’।

এছাড়া আমাদের কাছ থেকে যারা নিয়মিত সেবা নিচ্ছেন বা প্যাকেজে নানান জায়গাতে যাচ্ছেন এবং খোঁজ করছেন তারা যেন সহজে আমাদের কাজগুলো বুঝতে পারেন, সেটাই আমাদের এই উদ্যোগের কারণ।

সামনে আরো কিছু চমক নিয়ে আমরা হাজির হচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।