ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

শাহরুখের সাথে নেটফ্লিক্স’র চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
শাহরুখের সাথে নেটফ্লিক্স’র চুক্তি ছবি: সংগৃহীত

সাবস্ক্রিপশন-ভিত্তিক ভিডিও স্ট্রিমিং সাইটগুলো তাদের ব্যবসা বাড়াতে এক কথায় মরিয়া।

সাবস্ক্রিপশন-ভিত্তিক ভিডিও স্ট্রিমিং সাইটগুলো তাদের ব্যবসা বাড়াতে এক কথায় মরিয়া।

পশ্চিমা দেশগুলোর পর তাদের নজর এখন বিনোদন দুনিয়ার বড় বাজার ভারতের দিকে।

ভারতে বর্তমানে অ্যামাজনের প্রাইম ভিডিও স্ট্রিমিং, হটস্টার আর নেটফ্লিক্স’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাজার ধরা নিয়ে।

ঠিক এমনই এক সময় বলিডউ তারকা কিং খান খ্যাত শাহরুখের সাথে চুক্তি করে নিজেদের অবস্থানকে মজবুত করে নিল বিশ্বখ্যাত ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স।

নেটফ্লিক্স ইন্ডিয়া এক টুইট বার্তায় জানিয়েছে,  ভারতের অন্যতম চলচ্চিত্র তারকা শাহরুখ এখন নেটফ্লিক্সের সাথে, তাই আমরা এখন বিশ্ব বাজারে।

চুক্তি অনুযায়ী শাহরুখ মালিকানাধীন রেড চিলিসের সব ছবি এখন বিশেষভাবে দেখা যাবে নেটফ্লিক্সের সাইট ও অ্যাপে। আর এই চুক্তির প্রাথমিক মেয়াদ ধরা হয়েছে তিন বছর।

এদিকে বিষয়টি নিয়ে আলোচকরা বলছেন, নেটফ্লিক্স যে ভারতের বাজারে অবস্থান পাকাপোক্ত করার ধাপে অন্য সবার থেকে কিছুটা এগিয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের ব্যবহারকারীদের জন্য নেটফ্লিক্সের মাসিক চার্জ নির্ধারণ করা হয়েছে ৫০০ রুপি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।