ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি খাতে অবদান রাখায় স্বর্ণপদক পেয়েছে সার্ভিস ইঞ্জিন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
আইসিটি খাতে অবদান রাখায় স্বর্ণপদক পেয়েছে সার্ভিস ইঞ্জিন ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিগত ২০১৩-১৪ অর্থবছরের রপ্তানিতে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় রফতানি ট্রফি’ পেয়েছে। এক্সপোর্ট  প্রমোশোন ব্যুরো (ইপিবি) আয়োজিত অ্যওয়ার্ড প্রোগ্রামে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ ক্যাটাগরিতে ট্রফি দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইম মিলনায়তনে এসব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।

আইসিটি খাতে বিশেষ অবদান রাখায় সার্ভিস ইঞ্জিন স্বর্ণ পদক পেয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সহ প্রতিষ্ঠাতা এএসএম মহিউদ্দিন মোনেমের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি সার্ভিস ইঞ্জিনের দেশের বাইরেও বিভিন্ন স্থানে সেবাকেন্দ্র রয়েছে। এসব সেবাকেন্দ্রের মাধ্যমে তারা বিভিন্ন দেশে ব্যাংক অফিস প্রসেসিং, ডিজিটাল এডভারটাইসিং অপারেশন, ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা এগ্রিগেশন, কোয়ালিটি এস্যুরেন্স এবং ডিজিটাল পাবলিশিং টেস্ট, ফিনান্সিয়াল রিস্ক এবং কমপ্লায়েন্স সেক্টরে সেবা প্রদান করে থাকে।

দেশের বিভিন্ন খাতের রপ্তানিতে বিশেষভাবে অবদান রাখা সব প্রতিষ্ঠান প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।