ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
খুলনায় পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু খুলনায় কম্পিউটার মেলার উদ্বোধন

খুলনা: খুলনায় পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান।

খুলনার জলিল টাওয়ার মার্কেটে কম্পিউটার ব্যবসায়ী সমিতি মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ।

ডিজিটালে প্রবেশ করতে গেলে যা যা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু করছেন। তথ্যপ্রযুক্তি প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ ইতোমধ্যে ডিজিটালে প্রবেশ করেছে। ডিজিটাল এখন স্বপ্ন নয়, বাস্তব। এ প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার ফেয়ার-২০১৭ এর আহ্বায়ক এইচ এম মোস্তফিজুর রহমান (রিহিন)।  

এ সময় খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ কম্পিউটর সমিতির সাবেক সভাপতি ও বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, সৈয়দ এ জলিল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম, খুলনা কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম, খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরদার মনিরুল ইসলাম মিঠু, সৈয়দ এ জলিল গ্রুপ এর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি. এর জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস।

এর আগে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন এবং পরে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ বিক্রি হবে। মেলায় ৮৫টি স্টল রয়েছে। প্রতিদিন কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।