তারাই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম দেশ, যে দেশটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে এফএম রেডিও।
এফএম রেডিও প্রথম আবিস্কৃত হয় ১৯৩৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে।
রয়টার্সের খবর অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে উত্তর নরওয়ের শহর বোডো থেকে শুরু হচ্ছে এফএম বন্ধের এই কার্যক্রম। পর্যায়ক্রমে এই বছরের মধ্যে পুরো দেশটিতে বন্ধ হয়ে যাবে এফএম রেডিওর সম্প্রচার।
তবে এফএম রেডিও বন্ধের এ সিদ্ধান্ত নরওয়ের হঠাৎ করে নেওয়া নয়। ২০১৫ সালেই দেশটি এই ঘোষণাটি দেয়। নরওয়েতে এফএম বন্ধের পর এর স্থলাভিষিক্ত হবে ডিজিটাল অডিও ব্রডকাষ্টিং সম্প্রচার প্রযুক্তি।
এই প্রযুক্তিতে এফএম এর তুলনায় শব্দের মান আগের থেকে আরও অনেক ভাল হবে।
এদিকে নরওয়ের এমন উদ্যোগের পর সুইজারল্যান্ডও ঘোষণা দিয়েছে তারাও ২০২০ সালের মধ্যে সব এফএম’কে এএম’এ রুপান্তর করবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমএডি/এসজেডএম