ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটিউনস-প্লে স্টোর থেকে লিংকডইন সরানোর দাবি রাশিয়ার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
আইটিউনস-প্লে স্টোর থেকে লিংকডইন সরানোর দাবি রাশিয়ার! ছবি: সংগৃহীত

গত বছরের শেষের দিকে স্থানীয় নিয়ম না মানার অপরাধে রাশিয়াতে মাইক্রোসফট মালিকানাধীন লিংকডইনকে নিষিদ্ধ করে দেশটির আদালত।

রাশিয়ার নিজস্ব তথ্য ভিত্তিক আইন ভঙ্গের অভিযোগে লিংকডইনের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত আরোপ করা হয়।

আদালতের আদেশ জারির পর পরই লিংকডইনের ওয়েব ভিত্তিক সেবা বন্ধ করে দেয়া হলেও সচল ছিল অ্যাপ ভিত্তিক সেবা।

কিন্তু এবার রাশিয়ার সরকার বিষয়টিকে আমলে নিয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপল এবং গুগলকে জানিয়ে দিয়েছে তাদের অ্যাপ স্টোর থেকে যেন সরিয়ে নেয়া হয় লিংকডইন অ্যাপ।

রাশিয়ার দাবির বিপরীতে অ্যাপল এবং গুগল কি সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্য এখনও জানায়নি প্রতিষ্ঠান দুটি। তবে সাম্প্রতিক এ ঘটনা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের সরকার যেহেতু তার দেশের প্রেক্ষিতে কোন কিছু সরিয়ে নিতে বলেছে, তাহলে সেটা সরিয়ে নিতে হবেই।

তাই রাশিয়ার লিংকডইন ব্যবহারকারীরা যারা এতদিন আইটিউনস বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে সেবাটি ব্যবহার করতেন, এবার সেই পথও রুদ্ধ হতে যাচ্ছে।

অবশ্য এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে রাশিয়া প্রথম কোন দেশ নয়। গত সপ্তাহে চীনেও ঠিক এমনই একটি সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে আইটিউনস চায়না স্টোর থেকে নিউ ইয়র্ক টাইমসের অ্যাপ সরিয়ে ফেলতে বাধ্য হয় অ্যাপল।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।