বুধবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিনি উপজেলা বাজারে রবিনের স্কাইনেট টেকনোলজিস প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রবিনকে সরকারিভাবে আর্থিক ও সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও কুলিয়ারচর পৌরসভার মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান।
বাংলানিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রবিন বলেন, বাংলানিউজে প্রথম আমাকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়। তারপর অনেক পত্রিকা আমাকে নিয়ে লেখালেখি করেছে।
এর আগে ২১ জুন বাংলানিউজে ‘রবিনের তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
** রবিনের তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/আরএ