আর এই ডিজিটাল রূপান্তরের জন্য একদিকে শিক্ষার পাঠক্রম-বিষয়বস্তু বদলাতে হবে, কাগজের বইকে সফটওয়্যারে রূপান্তর করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে ডিজিটাল করতে হবে এবং শিক্ষকদেরকে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের উপযোগী হতে হবে।
বেসিস এই রূপান্তর কাজে সকল প্রকার সহায়তা দেবে।
কিশোরগঞ্জের ডিজিটাল উদ্ভাবনী ও ব্র্যান্ডিং মেলার দ্বিতীয় দিনের সেমিনারে বেসিস সভাপতি এসব কথা বলেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে বেসিস সদস্য নেটিজেন আইটি লিমিটেড তাদের স্কুল ব্যবস্থাপনা সফটওয়্যার ও বিজয় ডিজিটালের বিজয় শিশু শিক্ষা সফটওয়্যার উপস্থাপন করে। কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা থেকে শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিরা সেমিনারে যোগ দেন।
মোস্তাফা জব্বার ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের পাশাপাশি বিগত কয়েক বছরে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির চিত্রও তুলে ধরেন। তিনি বলেন, আমরা আমাদের সন্তানদেরকে যদি ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে পারি তবে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
সভাপতির ভাষণে আজিমুদ্দিন বিশ্বাস বেসিস সভাপতির সাথে একমত পোষণ করেন ও শিক্ষকদেরকে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসজেডএম