ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাঙামাটিতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
রাঙামাটিতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা রাঙামাটিতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, চট্টগ্রাম বিভাগের প্রোগ্রাম চিফ কো-অর্ডিনেটর মো. ইমরান ও ফ্রি ল্যান্সার প্রতুল কান্তি তঞ্চাঙ্গ্যা প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন লালন করেন তা হলো দারিদ্রতা দূরিকরণ।

আর এ ফ্রি ল্যান্সের উদ্দেশ্য হচ্ছে, দেশ থেকে বেকারত্ব দূর করা। এ সুযোগ বারবার আসে না। তাই সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ভবিষ্যতে রাঙামাটি ডিজিটাল শহরে পরিণত হবে এবং এ অঞ্চল থেকে বেকারত্ব দূর হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।