তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএটিএলের শিক্ষা বিষয়ক উদ্যোগ এডুটিউবের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদপুরের ডিনেট কার্যালয়ে অনুষ্ঠিত রেসপন্সিভ প্যারন্টিংয়ের ওয়ার্কশপে অংশগ্রহণ করেন নানা কারণে হতাশ কিশোর-তরুণদের মা-বাবা ও অভিভাবকরা।
সন্তানের মানসিক হতাশা-দুশ্চিন্তায় মা-বাবাকে সাড়া দেয়ার নানা কৌশল নিয়ে আলোচনা করা হয় ওয়ার্কশপে।
সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য বাবা-মা যত বেশি সন্তানকে বুঝতে চেষ্টা করবেন তত বেশি সন্তানের প্রতি তারা ইতিবাচক আচরণ করতে পারবেন।
সমাজের নানা শ্রেনির ৪১ জন অভিভাবক এই আয়োজনে অংশ নিয়েছিলেন।
ওয়ার্কশপে সন্তানের অমনোযোগিতা, মানসিক হতাশা-বিষাদ, মাদক, জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ বিভিন্ন পারিবারিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসজেডএম