মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শিশু সংগঠন নব প্রজন্মের দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলায় শহরের ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন তুলে ধরে।
দিনব্যাপী মেলায় অংশ নেয়- নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ বার একাডেমি, নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কিন্ডার কেয়ার স্কুল, চাইল্ড ল্যাবরেটরি স্কুল, মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওভোগ আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত ও বার্ষিক ক্রীড়া উৎসবের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞান মেলা উদ্বোধন করেন স্থানীয় শিক্ষানুরাগী কাশেম জামাল।
চিন্ময় সেনগুপ্তের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক কল্যাণী সেবাসংস্থার সভাপতি ডা. জিএম জাব্বার চিশতি।
বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নাসা বিজ্ঞান ক্লাবের সভাপতি সাগর, গণিত অলিম্পিয়াডে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জুনায়েদ দেওয়ান কামাল নিবিড়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠক শাহ্ ফয়েজ উল্লাহ্ ফয়েজ, নারায়ণগঞ্জ ব্যাচ ১৯৯২ এর প্রতিষ্ঠাতা রাশেদুল হাসান সেলিম ও আহ্বায়ক নেছার আলম, নারায়ণগঞ্জ বার একাডেমি ব্যাচ ১৯৯৪ এর দেওয়ান শাহজাহান সুমন, নব প্রজন্মের সহ সভাপতি অসীম সরকার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শফিক কলিম, সাংগঠনিক সম্পাদক সুজন সেন গুপ্ত, তত্ত্বাবধায়ক ছিলেন জুয়েল, বাপন সাহা, মশিউর রহমান সুমন, মোজাম্মেল হক, সজল রবি দাস, রাকেশ, গাজী সাইফুল হক ফাহিম, মেহবুব হায়দার শাওন, আনন্দ, দিগন্তু।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জিপি/জেডএস