ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে আসুস জেনফোনের তিনটি মডেল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
দেশের বাজারে আসুস জেনফোনের তিনটি মডেল আসুসের জেনফোন

বিশ্বখ্যাত তাইওয়ানের টেকনোলজি ব্র্যান্ড আসুস বাংলাদেশের বাজারে তাদের দ্বিতীয় প্রজন্মের স্মার্টফোনে ‘জেনসেল’ অফার চালু করেছে।

এই অফারের আওতায় আসুস জেনফোন সিরিজের ৩টি মডেল ‘আসুস জেনফোন ২ , জেনফোন সেলফি এবং জেনফোন লেজার’ এখন কেনা যাবে হ্রাসকৃত মূল্যে।

ফোনগুলো ৫৬১০ টাকা থেকে শুরু করে ৩১৬০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে।

সেইসাথে থাকছে ১ বছরের বিক্রয়ত্তোর সেবা।

অফার অনুযায়ী আসুস জেনফোন ২ এর দাম আগের ২৪,৬০০ টাকার বদলে ১৮,৯৯০ টাকা। ৫.৫ ইঞ্চির এই ফোনে ৠাম ৪ গিগাবাইট, ৬৪ গিগাবাইট বিল্ট-ইন ম্যামোরি, ইন্টেল কোয়াড কোর প্রসেসর।

এর মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল আর সামনে ৫ মেগাপিক্সেলের পিক্সেল মাস্টার টেকনোলজির ক্যামেরা যুক্ত রয়েছে।

উচ্চমানের প্রসেসর আর ৠামের সমন্বয় থাকায় ফোনটির ব্যবহারকারীরা গেম খেলা, বেশি সাইজের অ্যাপস চালাতে পারবেন সহজেই।

আসুস জেনফোন সেলফির মূল্য আগে যেখানে ছিল ১৯,৪৫০ টাকা এখন তা পাওয়া যাচ্ছে ১৬,২৯০ টাকা।  

এ ফোনটির বিশেষত্ব হচ্ছে সামনে এবং পেছনে ২ পাশেই থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টাকোর প্রসেসর। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ফোনটিতে এছাড়া আছে ৩ গিগাবাইট ৠাম, ১৬ গিগাবাইট রোম।

সেলফিপ্রেমীদের জন্য ফোনটির ক্যামেরা অ্যাপে রয়েছে অসাধরণ বেশ কিছু ফিচার।

আসুস জেনফোন লেজার (জেড ই ৫৫০ কে এল) এর মূল্য এখন ১২,৩৯০ টাকা পূর্বের মূল্য ১৬,২০০ টাকা। ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের এই ফোনে ১৩ মেগাপিক্সেল লেজার সেন্সর সম্বলিত রেয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টাকোর প্রসেসর, ২ গিগাবাইট ৠাম, ১৬ গিগাবাইট ম্যামোরি। উচ্চমানের ছবি তোলার জন্য এটি বিশেষভাবে তৈরি।

উল্লেখ্য, প্রতিটি ফোনেই রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি, ড্যুয়েল সিম কার্ড ও ম্যামোরি কার্ড ব্যবহারের সুবিধা। মোবাইল ফোনের শোরুমগুলোতে পাওয়া যাবে ফোনগুলো।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।