ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

মাইক্রোম্যাক্স’র নতুন মডেল ‘কিউ৩৮৬, কিউ৩৪৯’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
মাইক্রোম্যাক্স’র নতুন মডেল ‘কিউ৩৮৬, কিউ৩৪৯’ মাইক্রোম্যাক্স’র নতুন মডেল ‘কিউ৩৮৬, কিউ৩৪৯’ উন্মোচন করছেন সংশ্লিষ্টরা

বাংলাদেশের বাজারে মাইক্রোম্যাক্সের নতুন দুইটি মোবাইল ফোন “কিউ৩৮৬ ও কিউ৩৪৯” মডেল উন্মোচন করা হয়েছে।
 

মাইক্রোম্যাক্স বাংলাদেশের একমাত্র পরিবেশক সোফেল টেলিকম লিঃ এর কর্পোরেট অফিস ঢাকার নিকেতনে মডেল দুইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোফেল টেলিকম লিমিটেড এর মহাব্যবস্থাপক সাকিব আরাফাত, বাংলাদেশ মাইক্রোম্যাক্স এর মহাব্যবস্থাপক রিয়াজুল ইসলাম, মাইক্রোম্যাক্স এর স্থানীয় ডিস্ট্রিবিউটর পার্টনার মোঃ হাসান, মোঃ শমিরুজ্জামান, মোঃ আল-আমিন।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫.৫ইঞ্চির এইচডি ডিসপ্লের কিউ৩৮৬ মডেলে যুক্ত বৈশিষ্ট্যগুলো ১.৩ গিগাহার্জ্র কোর্য়াড কোর প্রসেসর, ১জিবি ৠাম, ১৬জিবি রোম, ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে ৮ ও ৫ মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি ক্ষমতা ২৫০০ মিলিএম্পায়ার। গ্রাহকরা ফোনটি অ্যান্ড্রয়েড মার্শমেলো ভার্সনে পাবেন।

এছাড়া কিউ৩৪৯ মডেলটির পর্দার আকার ৫ইঞ্চি। এইচডি ডিসপ্লের এ ফোনটিতে ১.৩ গিগাহার্জ কোর্য়াড কোর প্রসেসর, ১ জিবি ৠাম, ৮ জিবি রোম, ৮এমপি ও ৮এমপি’র দুটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ব্যাটারি ক্ষমতা ২৫০০ মিলিএম্পায়ার।

এই মডেলটিতেও মার্শমেলো ভার্সন দেওয়া আছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।