ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী আড়াই কোটি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী আড়াই কোটি!

ঢাকা: বাংলাদেশে পৌনে সাত কোটি ইন্টারনেট গ্রাহকের মধ্যে ফেসবুক ব্যবহারকারী আড়াই কোটি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
 
 

মঙ্গলবার (০৪ এপ্রিল) সচিবালয়ে ফেসবুক সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের ফেসবুক ইউজার আড়াই কোটি।
 
বিটিআরসি’র সর্বশেষ ফেব্রুয়ারি মাসের তথ্যে দেখা গেছে, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার।

এদের মধ্যে বেশিরভাগই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। এ সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ২০ হাজার।
 
ফেসবুকের মাধ্যমে দৈনন্দিন যোগাযোগের পাশাপাশি ই-কমার্সের মতো ব্যবসায়িক যোগাযোগ এবং অনেক দাফতরিক কাজও হয়ে আসছে বাংলাদেশে। অনেকেই পড়াশোনা না জানলেও অনায়াসে ব্যবহার করছেন ফেসবুক।
 
ফেসবুক ব্যবহারের উপর ভিত্তি করে অক্ষরজ্ঞান সম্পন্নদের সংজ্ঞা পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
 
তিনি বলেন, আমরা আইটিইউতে (আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন) অনুরোধ করেছি, তোমরা বাংলাদেশে লিটারেসি রেট যখন দেখবে ফেসবুক ইউজারস যারা তাদেরকে লিটারেট হিসেবে গণ্য করবে। কারণ আমাদের অনেক নিরক্ষর মানুষ নিজের নাম টাইপ করে যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারে, তখন মোবাইল নম্বর টাইপ করতে পারে। সে পোস্ট দিতে পারে।
 
গত কয়েকদিনে মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধের আলোচনার মধ্যে সিঙ্গাপুর থেকে ফিরে সংবাদ সম্মেলনে আসেন প্রতিমন্ত্রী।
 
ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই বেশি জনপ্রিয়। জঙ্গি হামলা এবং সন্ত্রাসীদের যোগাযোগ বন্ধ করতে ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ বন্ধ রেখেছিল সরকার। সে সময় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।
 
**ফেসবুক বন্ধ করা হবে না: প্রতিমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।