ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ক্লাউডলি’র সাথে মিলে ক্লাউড সেবা দেবে ইজেনারেশন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ক্লাউডলি’র সাথে মিলে ক্লাউড সেবা দেবে ইজেনারেশন চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ক্লাউডলি এবং ইজেনারেশন

আন্তর্জাতিক গ্রাহকদের সেবা ও ক্রিটিক্যাল ডাটা মাইগ্রেশন সেবা দেওয়ার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ সফটওয়্যার কোম্পানি ই-জেনারেশন লিমিটেড এবং সিলিকন ভ্যালিভিত্তিক ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডলি‘র মধ্যে চুক্তি সই হয়েছে।

 

চুক্তি অনুযায়ী ই-জেনারেশন ও ক্লাউডলির আন্তর্জাতিক গ্রাহকগণ আমাজন ওয়েব সার্ভিস এবং গুগুল ক্লাউড প্লাটফর্মের মতো আন্তর্জাতিক মানের সেবা ব্যবহার সেইসাথে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষণ করতে পারবেন।

ই-জেনারেশন সূত্র মতে, সিলিকন ভ্যালিতে ক্লাউডলির কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান শামীম আহসান, ক্লাউডলির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান শাহ রহমান এবং সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও কেনিথ কার্স।


 
চুক্তি সাক্ষর সম্পর্কে শামীম আহসান বলেন, এই চুক্তির ফলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যবান ডাটা মাইগ্রেশন, ক্লাউডে সংরক্ষণ, তথ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ এ সম্পর্কিত সেবা প্রদান করতে পারবো। যার ফলে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকেরা লাভবান হবেন।
 
ক্লাউডলির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান শাহ রহমান বলেন, আমি আনন্দিত যে আমরা ই-জেনারেশনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে সম্মত হয়েছি। যারা ইতিমধ্যে সাফল্যের সাথে কিছু শীর্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

তাই এক হয়ে কাজ করার ফলস্বরুপ আন্তর্জাতিক বাজারে ব্যবসায় সম্প্রসারণ হবে এবং বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের তথ্য নিরাপদ রাখতে পারবে।

উল্লেখ্য, ই-জেনারেশন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবস্থাপনা পরামর্শ, প্রযুক্তিগত সেবা প্রদানকারী এবং সফটওয়্যার প্রতিষ্ঠান। ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি বিষয় অনুধাবন করে যথোপযুক্ত ব্যক্তি, দক্ষতা এবং প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পরিমিত ব্যয়ে প্রতিষ্ঠানগুলোকে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে তারা।  

পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ, কৃষি মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিজনেস প্রসেস অটোমেশন, সিস্টেম ইন্টিগ্রেশন, প্রকল্প ব্যবস্থাপনা, সফটওয়্যার উন্নয়ন ও প্রশিক্ষণ নিয়ে কাজ করছে ই-জেনারেশন। একইসাথে ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং বেসিক ব্যাংক সহ আরো অনেক প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার সল্যুশন প্রদান করে। ই-জেনারেশনের ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা সহ আরো ৮ টি দেশে গ্রাহক রয়েছে।
 
অপরদিকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠিত ক্লাউডলি তাদের এক দশকের অভিজ্ঞতায় আন্তর্জাতিকভাবে ক্লাউড অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও গুগল ক্লাউড প্লাটফর্মের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন, প্লাটফর্ম ও অবকাঠামো মাইগ্রেশন সেবাদান করে। বিশ্বব্যাপী বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার গ্রাহকদের ক্রিটিক্যাল ডাটা ও সার্ভার কনটেন্টের নিরাপত্তা নিশ্চিতে ক্লাউডে মাইগ্রেশন করার মাধ্যমে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।