ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লক্ষ্মীপুরে তিনদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
লক্ষ্মীপুরে তিনদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল

লক্ষ্মীপুর: নতুন উদ্ভাবনকে তুলে ধরার লক্ষ্যে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৭ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।