ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ৪, ২০১৭
নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নওগাঁ: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’-স্লোগানে নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

শনিবার (০৪ জুন) দুপুরে শহরের জিলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

এ উপলক্ষে জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহারে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই উদ্ভাবনীর ক্ষেত্র আরও প্রসারিত করতে দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।

এসময় সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ পরিচালক আব্দুর রফিক, অধ্যাপক শরীফুল ইসলাম খাঁন, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।