ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬ ডিসেম্বর শুরু ডিজিটাল ওয়ার্ল্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
৬ ডিসেম্বর শুরু ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন/ ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ‘রেডি ফর টুমরো’ স্লোগান সামনে রেখে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’। চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সফটওয়ার টেকনোলোজি পার্কের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা জানান।

তিনি বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক আইটি জায়ান্টদের কাছে আমাদের উন্নয়নকে প্রদর্শন করবো।

পাশাপাশি আমরা বিগ ডেটা অ্যানালিস্টিক্স, মেশিন লার্নিং, ফিন্টেক, বায়োটেক, কৃত্তিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মতো আধুনিক ও চলমান প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করেছি।  

জুনায়েদ আহমেদ পলক আরও জানান, চারদিনের অনুষ্ঠানে প্রায় ৭০ জন বিদেশিসহ শতাধিক বক্তা ২৯টি সেশনে অংশ নেবেন। গুগল, নুয়ান্স, ফেসবুক, অ্যাংরিবার্ড, কোয়ালকম, মটোরালাসহ শীর্ষ আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেশনে নেবেন।

তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ এ মেলায় ফিলিপাইন, মালদ্বীপ, সৌদি আরব, আফগানিস্থানসহ বিভিন্ন দেশের মন্ত্রিবর্গের উপস্থিতিতে ৭ ডিসেম্বর মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে। যেখানে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

এছাড়াও মেলায় সফটওয়ার প্রদর্শনী, ই-গভর্নেন্স জোন, মোবাইল ইনোভেশন জোন, ই-কমার্স জোন, স্টার্টআপ বাংলাদেশ জোন, এক্সপেরিয়েন্স জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং আন্তর্জাতিক জোন থাকবে। ৫ লাখেরও বেশি দর্শক এই ইভেন্টে অংশ নেবে।

যেখানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড  ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।